পাটকেলঘাটায় দুই গৃহবধূর করোনা জয়, নতুন শনাক্ত এক
পাটকেলঘাটায় দুই গৃহবধূ করোনা জয়ী হয়েছে ও নতুনকরে একজন সানাক্ত হয়েছে বলে জানা গেছে। করোনা জয়ীরা হল থানার খলিষখালী ইউনিয়নের কাটাখালীগ্রামের আল আমীন শেখের স্ত্রী করোনা রোগী মোছা: আসমা বেগম(২৩) ওবাগমারা গ্রামের আলমগীর সানার স্ত্রী করোনা রোগী মোছা: সুমি বেগম(২৫) শুক্রবার সকালে তাদর কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায় উল্লেখিত এলাকা দুটির লকডাউন উঠিয়ে নেওয়া হয়। পাশাপাশি পাটকেলঘাটা থানার পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। অপরদিকে পাটকেলঘাটায় আব্দুর রশিদ মোড়ল(৫০) নামের আরো একজনের
করোনা পজেটিভ হয়েছে বলে জানা গেছে। তিনি থানার সেনেরগাঁতী(মোড়ল পাড়া) গ্রামের মৃত হাফিজ মোড়লের পুত্র।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার(২৩ জুন) আব্দুর রশিদ মোড়লের শারীরিকভাবে গায়ে জ্বর ও কাশি) অসুস্থ হলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তার বসতবাড়ীতে আসিয়া প্রাথমিক চিকিৎসা দেন ও কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে শুক্রবার(২৬ জুন) রিপোর্টে তার করোনা পজেটিভ আসায় পুলিশ আজ দুপুর দেড়টার দিকে তার বাড়ি সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করে। এসময় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং পুলিশকে
সহযোগিতা করার আহবান জানান।
Please follow and like us: