খুলনায় করোনায় গর্ভবতীসহ তিনজনের মৃত্যু
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক গর্ভবতীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রুমিছা বেগম নামের গর্ভবতী ওই নারী করোনা ডেডিকেটেড হাসপাতালে ও শেখ সোহরাব হোসেন নামের এক বৃদ্ধ মহানগরীর ২ নম্বর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় মারা যান।
রুমিছা বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা।
সোহরাব হোসেনের স্বজন মনিরুল আলম বলেন, সোহরাব হোসেনকে ২৪ জুন খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসার অভাবে পরদিন ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসি। বাসায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টা দিকে তিনি মারা যান।
তিনি বলেন, মৃত সোহরাব হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকায় চাকরি করতেন। সেখান তার করোনার উপসর্গ দেখা দেয়ায় তাকে খুলনায় এসে পরীক্ষা করা হলে ২৩ জুন করোনা পজিটিভ ধরা পড়ে।
অন্যদিকে দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার আসাদের মোড়ের আব্বাস উদ্দিনের স্ত্রী মতিয়ারা বেগম বেলা দুইটার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছেন খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
অপরদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, গর্ভবর্তী রুমিছা বেগম ২৫ জুন বিকেলে করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ২২ জনের মৃত্যু হলো।