কালিগঞ্জ উপজেলায় চিকিৎসকসহ চার জনের করোনা শনাক্ত , তিনবাড়ি লকডাউন
কালিগঞ্জ উপজেলায় চিকিৎসকসহ নতুন চার জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এখবর উপজেলা জুড়ে চাউর হয়ে উঠেছে। প্রশাসন বলছে আতঙ্ক নয়, সচেতন হয়ে মেনে চলতে হবে।
প্রাপ্ত তথ্যে আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার নলতা মাজার শরীফ এলাকার হোমিওপ্যাথিক ডাঃ কাশিনাথ দাশ (৬২) এবং তার মেয়ে স্নিগ্ধা দাস (২৩), কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলহাজ্ব নজরুল ইসলামের স্ত্রী শামিমা পারভীন (৪১) ও একই গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের পুত্র ভবসিন্ধু বিশ্বাস (৬০)।
করোনা আক্রান্তদের ২৩ জুন নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাদের সকলের করোনা পজেটিভ রিপোর্ট আসে। থানা পুলিশ, উপজেলা প্রশাসন, কৃষ্ণনগর ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান এর পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান করোনা আক্রান্তের সত্যতা স্বীকার করেছেন।
Please follow and like us: