কলারোয়ার খোরদোয় আবারও করোনা পজিটিভ, উপজেলায় শনাক্ত ১৭, সুস্থ ৬
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে ২ সপ্তাহের ব্যবধানে খোরদো এলাকায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। সব মিলিয়ে কলারোয়া উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হলেন ১৭ জন।
জানা গেছে, আক্রান্ত কামরুজ্জামান (৬০) ঢাকার গাজীপুর ফেরত। গাজীপুরের ভাওয়ালগড়ে তিনি ‘ফ্রেশ’ কোম্পানীতে চাকুরি করতেন। গ্রামের বাড়ি উপজেলার বড় খোরদো গ্রামে। পিতার নাম রাজ আলি। গত ২১ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান আজ বৃহস্পতিবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। উপজেলায় শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জন।
Please follow and like us: