চুকনগরের বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মতিয়ার রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
ডুমুরিয়ার চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক গরিবের বন্ধু আলহাজ্ব শেখ মতিয়ার রহমান স্টোক জনিত কারণে খুলনা মেডিকেল কলেজে চিকিংসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর । আসর নামাজ বাদ চুকনগর ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ তার নিজ বাড়ি মাগুরাঘোনার আরশনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এবং বাবা মায়ের কবরের পাশে চির শায়িত করা হবে বলে পারিবারিক ভাবে জানা গেছে।
মরহুমের স্ত্রী, ছেলে, মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী মোঃ মতিয়ার রহমান ২ বার হজ্ব করেছেন। তিনি ছিলেন অত্র এলাকার দানবীর হাজী নামক পরিচিত। এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে তায় দানধন নেই। মসজিদ, মাদ্রাসা,ওয়াজ মাহফিল, গরীবদুখী মানুষের পাশে তার সাহায্য ছিল অবিচল। সাহায্য ছাড়া কেউ খালিহাতে ফেরেননি তার কাছ থেকে। সকলে তার আত্বার মাগফেরাত কামনা করি।
আজ আসর নামাজ বাদ চুকনগর কলেজ মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রামের বাড়ি উপজেলার আরশনগর গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সমপন্ন করা হয়েছে।
Please follow and like us: