বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের ক্যান্টিনের গ্রাউন্ড ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এনামুল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকে বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগে। ক্যান্টিন মূল ভবনের বাইরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া জায়নি। তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Please follow and like us: