শ্যামনগরে ত্রাণ বহরে হামলা:যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনি’র বিবৃতি
বিএনপির ত্রাণ বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির। সোমবার অনলাইনে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দূর প্রবাস থেকে প্রিয় মাতৃভূমির ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চেয়েছিলাম শ্যামনগর ও কালিগঞ্জ আংশিকের ঘর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হত দরিদ্র মানুষের মাঝে নিন্মোক্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রীগুলো সুশৃঙ্খলভাবে তুলে দিতে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় হলো রোববার সকালে কাশিমাড়ী ইউনিয়নে যাওয়ার পথে কাতখালি ব্রিজ এর নিকটে, যুবলীগের রাজিবের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে ১০/১২ টি মটর সাইকেল ভাঙ্গচুর করে এবং ১০/১২ জন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বেধড়ক মারপিট করে নির্মম ভাবে জখম করে আমাদের মানবিক উদ্যোগকে পন্ড করে দেয় ।
এ সময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী সহ যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদল সভাপতি আহসান কদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম দুলু।
জেলা ও উপজেলার নেতারা এম পি সাহেবের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একই সন্ত্রাসীরা আনুমানিক সকাল ১০,৪৫ সময় ২য় দফায় আক্রমন করে ৫/৬ জন নেতা কর্মি কে গুরুতর জখম করে। ২/৩ টি মটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করে,এই হামলায়, আজিবর,দুলু, মোক্তার,আনিস, মাসুদ,মিঠু রশিদ, সালাম,বাবলুসহ আরো অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। এই বর্বরোচিত নগ্ন হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানানোর ভাষা আমার জানা নাই। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষের কল্যানে আমাদের অবিরাম পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।