একদিনে করোনা শনাক্ত এক লাখ ৩০ হাজার, মৃত্যু ৩৩৩৮
করোনাভাইরাস নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত একদিনে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৭০৩ জন। আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪৬ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৮ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
শনিবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ৬০১ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫০ হাজার ৬৫৯ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৮৬ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ২৬৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২২ হাজারের মতো প্রাণ গেল। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৩ লাখ ৫৬ হাজারের বেশি সংক্রমিত।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। প্রাণ গেছে ৪শ’র বেশি মানুষের। মেক্সিকোয় ৩৮৭ জনের মৃত্যুতে, প্রাণহানি ২১ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে দু’লাখ। এদিকে লাতিন আমেরিকার প্রায় সব দেশেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।