আশাশুনিতে মোবাইল কোর্টে ৬ জনকে জরিমানা; রেণু অবমুক্ত ও ড্রাম বিনষ্ট
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা আহরণকারীসহ ৬ জনকে জরিমানা, জব্দকৃত রেণু পোনা নদীতে অবমুক্ত ও ড্রাম বিনষ্ট করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বড়দল ও খাজরা ইউনিয়নের বহু মানুষ কপোতাক্ষ নদে অবৈধ ভাবে নেট জাল ফেলে বিভিন্ন প্রজাতির রেণু পোনা ধরে স্থানীয় অস্থায়ী হাটে বিক্রয় করে থাকে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে নদী থেকে মাছের রেণু ধরা, বিক্রি ও পরিবহন করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক রেণু পোনা ব্যবসায়ী বুধহাটা গ্রামের শাহীনকে ২ হাজার টাকা, কাদাকাটি গ্রামের মোকাররাম হোসেনকে ২ হাজার টাকা, মহিষাডাঙ্গা গ্রামের নিমাই বিশ্বাসকে ৩ হাজার টাকা, দলুয়া গ্রামের লিয়াকত আলীকে ১ হাজার টাকা ও ডুমুরপোতা গ্রামের আছাফুর গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মাক্স না পরায় দ-বিধি ২৬৯ ধারায় রাউতাড়া গ্রামের আব্দুল গফুরকে ১শ টাকা জরিমানা করা হয়। পরে রেণু বহনকাজে ব্যবহৃত ড্রামগুলি বিনষ্ট এবং জব্দকৃত ২০ হাজার রেণুপোনা কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়।
বিজ্ঞ আদালত নদী থেকে অবৈধভাবে সকল প্রকার রেণুপোনা ধরা থেকে বিরত থাকতে ও করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাক্স ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে সচেতন করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, পেশকার আব্দুর রশিদ ও এসআই কবিরসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।