প্রতাপনগরের হরিষখালী ভেড়ীবাঁধ নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলেছে
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী পাউবোর ভেড়ী বাঁধ নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে হরিষখালী গ্রামে ভেঙ্গে যাওয়া পাউবোর ভেড়ী বাঁধ দিয়ে তেড়ে আসা পানিতে এলাকা প্লাবিত হয়ে আছে। প্রতিদিন জোয়ার ভাটার পানিতে এলাকার মানুষ নাকানি চুপানি খাচ্ছে। শত শত মানুষ আশ্রয় কেন্দ্র ও ভেড়ী বাঁধের উপর আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষের সেচ্ছাশ্রমে বাঁধ বাধার কাজ এগিয়ে চলেছে।
হাজার হাজার বাঁশ, মাটি ভর্তি বস্তাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। চেয়ারম্যান শেখ জাকির হোসেনের যোগ্য নেতৃত্বে কাজ পুরোদমে চলছে। এভাবে কাজ এগিয়ে চলছে দ্রুততম সময়ের মধ্যে বাঁধ রক্ষার কাজ শেষ করা সম্ভব হবে ইনশাল্লাহ। কিন্তু কাজটি সাময়িক ভাবে পানি উঠা বন্ধ করলেও স্থায়ী ভাবে বাঁধ রক্ষার কাজ দ্রুততার সাথে শুরু করা দরকার। যাতে এলাকার মানুষ বাঁধ ভাঙ্গনের ছোবল থেকে দীর্ঘস্থায়ী পরিত্রাণ পেতে পারে।