প্রাণসায়ের খাল খননের দাবিতে নাগরিক আন্দোলন
প্রাণসায়ের খাল খননের দাবিতে নাগরিক আন্দোলন ফের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পাকাপোল মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন ফের সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাগরিক আন্দোলন মে র সহ-সভাপতি সুধাংশ শেখর, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও নাগরিক আন্দোলন মে র সহ-সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও নাগরিক আন্দোলন মে র সদস্য মাদব দত্ত, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব ফারুকুজ্জামান প্রমূখ। সভায় নাগরিক আন্দোলন মে র যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর স ালনায় সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাচ্চু, স্বর্ণ ছাই মাটি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সালাম, ৩নং ওয়ার্ড শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ৬নং ওয়ার্ড শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনাকালের মধ্যে ডেঙ্গুর উপদ্রব দেখা দিয়েছে। জেলা শহরের প্রধান খাল প্রাণসায়েরে কুচুরিপনা ভরে গেছে। সামনে বর্ষা মৌসুম। এই খালটি প্রায় ১.৫ কিলোমিটার নারিকেলতরা ব্রিজ থেকে সুলতানপুর মাছ বাজার পর্যন্ত এখনও খনন করা হয়নি। উক্ত খালের কচুরিপনা ও খাল খনন দ্রুত করতে না পারলে আগামীদিনে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। এমতাবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পৌর মেয়র, উপজেলা র্নিবাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।