গাবুরার ভাঙ্গনের মত হলে সংস্কার হবে কৈখালী ওয়াপদার বেঁড়ীবাঁধ :সাধারণ জনগন
হয়তো শ্যামনগরের গাবুরার ভাঙ্গনের মত হলে, সংস্কার হবে কৈখালী ওয়াপদার বেঁড়ীবাঁধ:-সাধারণ জনগন! গত ২০ মে ২০২০ তারিখে ঘূর্নিঝড় আম্পানের তান্ডবে প্রায় বিলিন কৈখালী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাঁধ। সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনন্থ ০৫ নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের কৈখালীর সীমান্ত ওয়াবদার বেড়ীবাঁধ নিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি, পানি বৃদ্ধির ফলে ভাঙ্গনসৃষ্টির আশংকা।
বাংলাদেশ এবং ভারত সীমান্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের চারিপাশ দিয়ে নদী অববাহিকার ফলে কৈখালীকে শ্যামনগর উপজেলার একটি দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপে একটি ইউনিয়ন রয়েছে। যা এই এলাকার মানুষেরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসাবস করে আসছে । এর মধ্যে কৈখালী একপাশে ভারত সীমান্ত যা ভেঙ্গে চলেছে প্রতিনিয়ত। বেড়ীবাঁধ ভেঙ্গে চলেছে নদীর গর্ভে। এর মধ্যেও কোন প্রতিকার করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইউনিয়নের মানুষের রাতের চোখের ঘুম কেড়ে নিয়েছে নদী ভাঙ্গন । যে কোন মুহুত্বে কালুন্দী নদীর গর্ভে চলে যেতে পারে শত শত পরিবার এবং সেই সাথে প্লাবিত হতে পারি একটি ইউনিয়ন। লোনা পানিতে ভরে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি। কালুন্দী নদীর ওয়াপদার বেড়ীবাঁধ ভাঙ্গনে রাস্তাটি নেই বললে চলে। বর্তমান দূর্যোগের প্রভাবে কালুন্দী নদীর জোয়ার ফুলে উঠলে এলাকায় লোনা পানি ভরে যাবে। নদীটি বড় এবং গভীরতা ও অনেক বেশী।
তবে স্থানীয়রা জানান, বড় কোন দূর্যোগ দেখা না দিলে এই বেড়িবাঁধের কোন সংস্কার হয় না। বেড়ীবাঁধ ভাঙ্গলে তারা আসেন এবং নদীর চর থেকে একটু মাটি কেটে কোন রকমে দিয়ে কিছু ছবি তুলে চালে যায়। আর কোন খোঁজ থাকে না তাদের।
সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনস্থ ০৫ নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ভেটখালী পওর শাখার কর্মকর্তা মাসুদ রানা বলেন, আসলে কৈখালী বেঁড়িবাঁধটি নাজুক অবস্থা। আমাদের কাগজপত্র সব কিছু তৈরি হয়ে গেছে। আমরা ২/৩ দিনের মধ্যেই কাজ শুরু করে দেবো।