অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিন উৎপাদন করছে ভারত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাক্সিন উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিকেল কোম্পানি ‘অ্যাস্ট্রা জেনিকা’। তবে এই উৎপাদন কাজের গতি বাড়াতে সম্প্রতি ভারতের সিরাম ইনস্টিটিউট-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা।
চলতি সপ্তাহে বিবিসি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাস্ট্রা জেনিকার প্রধান পাস্কাল সরিওট এ কথা জানান। এছাড়া সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালাও এ খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার আদর পুনাওয়ালা জানান, প্রতিষেধকটির উৎপাদনের জন্য ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) অর্থ বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই এই প্রতিষেধক উৎপাদনের কাজও শুরু হয়ে যাবে। তবে প্রতিষেধকটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না পাওয়া পর্যন্ত এটির সুরক্ষা এবং কার্যকারিতার দিক বিবেচনা করে এটিকে বাজারে ছাড়া হবে না।
তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি প্রতিষেধকটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না জেনেই এটির উৎপাদনের কাজ কীভাবে শুরু করছে সংস্থা?
এ প্রশ্নের উত্তরে পুনাওয়ালা বলেন, করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে জরুরি ভিত্তিতে করোনা টিকার জোগান দেয়ার প্রস্তুতি নিয়ে রাখছে সংস্থা। এর জন্য নিজেরাই ঝুঁকি নিয়ে আপাতত কয়েক লাখ প্রতিষেধকের ডোজ তৈরি করে রাখছে সিরাম ইনস্টিটিউট।
সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্সফোর্ডের টিকার উৎপাদনের আগাম প্রস্তুতির ফলে ভবিষ্যতে লাভবান হবে ভারত ও অন্যান্য বেশ কয়েকটি নিম্ন ও মধ্য আয়ের দেশ। টিকা তৈরির পর মোট কত পরিমাণ ডোজ ভারত পাবে, সে কথা নির্দিষ্ট ভাবে বলা না গেলেও সরকারের নির্দেশ মেনে দেশের প্রথমিক প্রয়োজন মেটানোর পর অন্যান্য দেশে এই টিকা পাঠানোর কথা ভাবা হবে বলে জানান আদর পুনাওয়ালা।
সূত্র: জিনিউজ