শ্রীলংকায় সিরিজ খেলতে রাজি ভারত
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ধীরে ধীরে ফিরছে মাঠের ক্রিকেট। আগামি জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা পরবর্তী যুগের ক্রিকেট যাত্রা শুরু করবে। কাছাকাছি সময়ে এশিয়াতেও ফিরছে ক্রিকেট। দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় সফরের জন্য রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী চলতি মাসে শ্রীলংকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে করোনার কারণে তা মাঠে গড়ানো সম্ভব হয়নি। আগামী আগস্টে এই ম্যাচগুলো খেলতে সফর করার ইচ্ছা প্রকাশ করেছে বিসিসিআই।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের সুত্রানুযায়ী, লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সিরিজ আয়োজন করার ব্যাপারে অনুমতি চাইবে। সরকার রাজি হলেই আগস্টেই ক্রীড়াপ্রেমীরা দুই দেশের মাঠের লড়াই উপভোগ করতে পারবেন।
শুরু থেকেই সফলতার সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সফল হয়েছে শ্রীলংকা। এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যুবরণ করেছে মাত্র ১১ জন।