মুন্সিগঞ্জ হরিনগর বাজারে সরকারি জায়গা দখল,চলছে পাকা ঘর নির্মাণের মহা উৎসব
উপকূলের মানুষ যখন করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নদী ভাঙ্গন সামলাতে ব্যস্ত ঠিক সেই সময় একদল লোক মেতে উঠেছে দখলদারিত্বে। শ্যামনগরের মুন্সিগঞ্জ হরিনগর বাজারে আইন অমান্য করে অবৈধভাবে প্রকাশ্যে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ মহা উৎসব চলতেছে।
জানা যায়, স্থানীয় কিছু স্বার্থন্বেষী মহল মহলকে ম্যানেজ করে অবৈধ দখলদাররা দখলদারিত্ব মেতে উঠেছে। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কদমতলা গ্রামের শিক্ষক আব্দুর রাজ্জাক, হরিনগর চাউল বাজারে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে। নৌ পুলিশ ফাঁড়ির পিছনে ফজলু রহমান সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। হরিনগর বাজারে দুর্গা মন্দিরের পিছনে বাক্কার মোল্লা সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। হরিনগর কাঁকড়া বাজারের পিছনে আর সি সি পিলার দিয়ে স্থানীয় প্রভাবশালী নুর ইসলাম গাজী সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতিপূর্বে হরিনগর বাজারে অধিকাংশই সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রমাণ রয়েছে। সরকারি আইন অমান্য করে এভাবে যদি সরকারি জায়গা দখল হতে থাকে তাহলে লক্ষ্য লক্ষ্য টকা রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। বিষয়টি সম্পর্কে শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) আব্দুলহাই সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নায়েব কে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক বলেন,তারা রাতারাতি ঘর নির্মাণ করছে বিষয়টি আমি শুনেছি নোটিশ পাঠিয়েছে আইন গত ব্যবস্থা নেব।
Please follow and like us: