দেবহাটায় করোনা আক্রান্ত রোগীদের খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে দেবহাটার ২৫ জন আক্রান্ত হয়। এসব ব্যাক্তি ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন করে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। লকডাউনে থাকা পরিবারের সদস্যদের সর্বদা খোঁজ খবর নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
আজ সোমবার সকালে উক্ত পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চাল, ডাল, কাঁচা তরকারিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, দেবহাটাকে করোনামুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। লকডাউনে থাকা ব্যক্তিদের সর্বদা খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইউএনও বলেন, সকলকে সরকারের নিয়ম মেনে নিরাপত্তা বজায় রেখে চলার অনুরোধ জানান। এছাড়া করোনার কোন লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জন্য তিনি সকলকে অনুরোধ জানান।