আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য ও বস্ত্র বিতরণ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গূহ বলেন, বর্তমান সরকার দেশের দুঃস্থ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। তিনি বলেন, দুর্যোগ কবলিত মানুষের দ্বারে দ্বারে সরকার ত্রান সহায়তা পৌছে দিচ্ছে। একই সাথে তাদের পুনর্বাসনেও কাজ করছে শেখ হাসিনা সরকার।
নির্মল রঞ্জন গূহ আজ সোমবার সকালে সাতক্ষীরার আশাশুনির সুন্দরবন সংলগ্ন প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আমপানে ক্ষতিগ্রস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য ও বস্ত্র বিতরনকালে একথা বলেন। তিনি আরও বলেন, সরকার এসব ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাধ নির্মানেরও উদ্যোগ নিয়েছে।
আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে খাদ্য ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসিরুদ্দিন, শাহজালাল মুকুল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মীর মোস্তাক আলী এবং শরিফুল ইসলাম খান বাবু।
প্রধান অতিথি নির্মল রঞ্জন গূহ আমপানে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের হাতে এই খাদ্য ও বস্ত্র তুলে দেন।
Please follow and like us: