দেবহাটায় ক্যান্সার আক্রান্তদের মাঝে চেক বিতরণ
সাতক্ষীরার দেবহাটায় ক্যান্সার ও কিডনী জনিত রোগাক্রান্ত ছয় জন অসহায় ব্যাক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার ও কিডনী জনিত রোগাক্রান্ত ছয় ব্যাক্তির চিকিৎসার জন্য প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট প্রমুখ।