আশাশুনিতে জুয়া খেলাকে নিয়ে সংঘর্ষ, আহত দুই
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে জুয়াড়িদের আক্রমনে ভাড়ায় মোটরসাইকেল চালক কামরুল সহ তার কন্যা ও স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খরিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
খরিয়াটি গ্রামের জাগোর পুত্র মাসুম, দাউদ গাজীর পুত্র আঙ্গুর, কিনোর পুত্র রিফাত, আফতাবের পুত্র রাসেল ও আকরামের নেতৃত্বে খরিয়াটিতে দীর্ঘদিন জুয়ার আসর বসে আসছে। তাদের খেলার খবর থানা পুলিশকে সে অবহিত করেছে এমন অভিযোগে জুয়াড়ীরা তাদের উপর আক্রমন করে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী ধকমী দেয়। কামরুলের মেয়ে মিনা জানায়, তার পিতা গত বুধবারে পিরুর ছেলেদের বাড়িতে শ্রমিক হিসাবে কাজে গিয়েছিল। সন্ধ্যায় পিরুর বাড়িদে মজুরীর টাকা আনতে যেয়ে জুয়াখেলা দেখতে পায়। রাত দশটার দিকে পুলিশ ছদ্মবেশে জুয়ার আসরে হানা দিলে জুয়া খেলা পন্ড হয়ে যায়। কামরুল পুলিশকে খবর দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত ও হেনস্থা করেছে এমন সন্দেহের বশবতী হয়ে বৃহস্পতিবার মোবাইল ফোনে কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। সে খরিয়াটি বাজারে আশরাফুলের দোকানে কাছে আসালে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী স্টাইলে তাকে মারপিট করা হয়। খবর পেয়ে কামরুলের স্ত্রী ও কন্যা ঘটনাস্থলে ছুটে কলেজ পড়–য়া মেয়ে ও তার স্ত্রীকে বেদম মারপিট, শ্লীলতা হানি ঘটায়। লাঠি ও ইট-পাটকেল দিয়ে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তারা গুরুতর আহত হয়। রাতেই তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। কামরুলে কাছে থাকা ১০ হাজার টাকা ও মোটর সাইকেলের চাবি তারা হাতিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেন। জুয়াড়িতের আক্রমনে নিরিহ মানুষ আহত হওয়ার ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে নিরিহ পরিবারটিকে আইনের আশ্রয়ে রেখে হুমকী, ভবিষ্যৎ আক্রমন ও ক্ষতিসাধনের শংকামুক্ত করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। সাথে সাথে এলাকাকে জুয়া মুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানান হয়েছে।