তালায় বন্যপ্রাণী রক্ষা করার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখেন সেভ ওয়াইল্ড লাইফ
সাতক্ষীরা জেলা তালা উপজেলার একদল তরুণ স্বেচ্ছাসেবক ছেলেরা জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী, সংরক্ষণর জন্য জীবনকে বাজি রেখে সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখেন শুধু তালা উপজেলা সাতক্ষীরা জেলা নয় বাংলাদেশের সকল জেলায় পাখি রক্ষার জন্য কাজ করে চলে! এই সংগঠনটি অনেকের কাছে খুব প্রিয় ও পরিচিত এই সংগঠন, আবার কিছু কিছু মানুষের কাছে খুব খারাপ এই সংগঠনটি এই সংগঠনটি চলে নিজেদের টাকায়, শুধুমাত্র নিজেদের মাধ্যমে টাকা দিয়ে এই সংগঠনটি চালিয়ে যায় সংগঠনের নেতৃবৃন্দরা ! সংগঠনের সহ-সভাপতি জহর হাসান সাগর বলেন যে অনেকদিন ধরে আমরা পাখি রক্ষার জন্য কাজ করে চলি এর জন্য আমাদের জীবনকে বাজি রাখতে হয় অনেক সময় হুমকির মুখে পড়তে হয় তবে আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের বন্যপ্রাণী কোন ভাবে কেউ হত্যা না করতে পারে, , আমাদের এই সংগঠনের ৩০ জন সদস্য আছি আমরা সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখি কাজ করার জন্য শুধু পাখি রক্ষা না আমরা মানুষের বিপদ পাশে এসে দাঁড়াই ,, করোনা সময় আমরা মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি! ঘূর্ণিঝড় আম্ফানের সময় বৈদ্যুতিক তারের উপরে গাছপড়ে থাকায় বিদ্যুৎ দ্রুত চালু করার জন্য আমরা সেই গাছগুলো কেটে দিয়েছি
Please follow and like us: