আক্রান্তের সংখ্যায় চীনকে পেছনে ফেলল পাকিস্তান
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় উৎপত্তিস্থল চীনকে পেছনে ফেলেছে পাকিস্তান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮০১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬৪ জনে। মহামারি শুরু হওয়া চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৯৩৩ জন।
তবে চীনের চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি হলেও পাকিস্তানে মৃত্যুর সংখ্যা কম। দেশটিতে নতুন গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ জনে। অপরদিকে, চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।
তবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও চলতি মাসের শুরু থেকেই লকডাউন তুলে নিয়েছে পাকিস্তান। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন যে, চলতি সপ্তাতেই তার সরকার অভ্যন্তরীন পর্যটন খুলে দেয়ার জন্য কাজ করছে। এখন পর্যন্ত দেশটিতে সব হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।