সাতক্ষীরায় বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বজ্রপাতসহ বৃষ্টি
সাতক্ষীরায় বিভিন্ন স্থানে হালকা দমকা হাওয়া ও ব্যাপকভাবে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা থেকে থেমে থেমে বিভিন্ন স্থানে হালকা দমকা বজ্রপাত বৃষ্টি হয়। চলমান রয়েছে এখনো, তবে বৃষ্টিতে জনজীজবন বিপর্যস্ত হলেও জ্যোষ্ঠ মাসের তীব্র তাপদাহ কিছুটা কমেছে।
অন্যদিকে তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ। হালকা দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হওয়ায় বিকেলে অনেক মানুষ হাট বাজারে ও শহরে উঠতে পারেনি। সড়কে যানবহন চলাচল করতে দেখা গেছে খুবই কম। বজ্রপাতসহ বৃষ্টিতে কিছু কিছু এলাকায় ফসল নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পানিতে খানাখন্দ, পুকুর, মৎস ঘের ও বিল ভরেগেছে জানাগেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায়ও হতাহত ও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Please follow and like us: