শ্যামনগরের দাতিনাখালী প্রতিপক্ষের হামলায় আহত ৪
শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে বাস্তুভিট বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতরা হল মৃত আহম্মদ সরদারের ছেলে মোস্তফা সরদার, তার স্ত্রী লাইলা বেগম, ছেলে মাসুম ও মারুফ।
৩১ মে সকালে প্রতিপক্ষ ফজর আলী গাজীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও আবু মুছা, মৃত মকরম আলী গাজীর ছেলে নওশের আলী গাজী, নওশের আলী গাজী ছেলে শাহিনুর রহমান ও মৃত মকরম আলী গাজীর ছেলে শাহাজান (ই) শমসেরসহ প্রায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সর্জিত হয়ে মোস্তফা সরদারের বসত ভিটের উপর থেকে মাটি কাটতে থাকে।
এসময় মোস্তফা সরদারের স্ত্রী লাইলা বেগম বাধা দিতে গেলে তার উপর হামরা করে। মোস্তফা সরদার স্ত্রী লাইলা বেগমকে উদ্ধার করতে গেলে তাকেও মেরে রক্তাক্ত জখম করে। এ সংবাদ পেয়ে ছেলে মাসুম ও মারুফ ঘটনাস্থলে গেলে তাদের ও কুপিয়ে হত্যাচেষ্টা করে। আহতদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহতদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এব্যাপারে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন , আমি সারাদিন সাতক্ষীরায় অবস্থান করায় এ বিষয় অবহিত নই।