খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
খুলনার রূপসায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুরে রূপসা সেতু সংলগ্ন সড়কের জাবুসা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম সাতক্ষীরার আশাশুনির মকবুল শেখের ছেলে। তিনি ব্র্যাকের শরীয়তপুর শাখায় কর্মরত ছিলেন।
কাটাখালি হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, যানবহন বন্ধ থাকায় ভ্যানে করে সাতক্ষীরা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন রবিউল। জাবুসা মোড়ে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তার ভ্যানকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এরপর ট্রাকচালক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ ও ঘাতক ট্রাক উদ্ধার করা হয়েছে।
Please follow and like us: