ঘূণিঝড় আম্ফানের তান্ডবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ক্ষতিগ্রস্থ গাছ প্রায় ১২ হাজার
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে গাছ গাছালি ও বনবিভাগের ব্যবহৃত পুকুর, রাস্তা ও জলযান সহ অন্যান্য জিনিষপত্রের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে সুন্দরবনে ২লাখ ৫৭ হাজার ৯৬৫ টাকা মুল্যের ১১ হাজার ৭৪৯টি বিভিন্ন প্রজাতির গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। তন্মধ্যে গেওয়া ১ হাজার ২৭, বাইন ১০৫, কেওড়া ৩৮ এবং গরাণ- ১০ হাজার ৫৭৯টি। তাছাড়া ২৭ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বনবিভাগের ১৫টি অফিস, ২হাজার ৪৫০ ফুট রাস্তা, ২টি জেটি, একটি পল্টন- গ্যাংওয়ে, ৫টি জলযান এবং ২টি জেনারেটর ক্ষতিগ্রস্থ হয়েছে।
Please follow and like us: