শ্যামনগরে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি বিতরণ
শ্যামনগরে নদী ভাঙ্গন কবলিত বুড়িগোয়ালিনী ইউনিয়নে পানি বন্দী মানুষের মধ্যে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
শ্যামনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে সুন্দরবন উপকূলীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ীবাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে এবং সুপেয় খাবার পানি তীব্র সংকট সৃষ্টি হয়। পানি বন্দী মানুষের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিদিন ১৫ হাজার লিটার সুপেয় খাবার পানি এবং পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সরবরাহ করছে। তাছাড়া উপজেলার গাবুরা, পদ্মপুকুর এবং কাশিমাড়ী ইউনিয়নে পানি বন্দী মানুষের মধ্যে লক্ষাধিক পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে তিনি জানান।