ডুমুরিয়ায় সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে লন্ড ভন্ড, ঈদের আগেই গ্রাহকের ঘরে বিদ্যুৎ
প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্ফান এর আঘাতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস এর বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ঈদকে সামনে রেখে খুলনা পবিস ডুুমুরিয়া জোনাল অফিসের “দুর্যোগে আলোর গেরিলা” ও বিদ্যুৎ অফিসের ডি জি এম থেকে শুরু করে লাইনম্যানসহ সবাইকে রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে ৮৫ হাজার গ্রাহক কে সেবা করে ঈদের আগেই বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে। আংশিক বন্যা কবলিত এলাকা ছাড়া সকল এলাকায় গ্রাহকের ঘরে বাতি জ্বালাতে সক্ষম হয়েছে।
এ সমিতির আওতায় আম্পান ঘুনিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল মতিন এর নিটক জানতে চাইলে তিনি জানান ডুমুরিয়া উপজেলাতে বৈদ্যুতিক লাইনের প্রাথমিক ক্ষতিগ্রস্থ প্রতিবেদন। মেরু পড়ে না / ঝুঁকে পড়ে- ১০২, ছেঁড়া তারের সংখ্যা: ৪৯০স্পট, ভাঙ্গা ক্রস আর্মের কোনও নয়: ১০৬, ক্ষতিগ্রস্থ মাইটারের কোনও নয়: ১২০৭, Line. লাইনে পড়ে কোন গাছ / শাখা নেই: ১০০০ Damaged. ক্ষতিগ্রস্থ ট্রান্সফরমারের সংখ্যা নেই: .২ ক্ষতিগ্রস্থ ইনসুলেটারের কোনও নয়: ২৭অন্যান্য অভিযোগের কোনও নয়: ৫০০।
মোট ৯৭ টি দল লাইনগুলি পুনরুদ্ধার করতে কাজ করছেন। সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্পান এর আঘাতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস এর বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এখন পর্যন্ত ৭৫ টি খুটি ভাংগা সহ ১০০ এর উপরে খুটি পড়ে যাওয়ায় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ৩৫০ এর বেশি স্পটে তার ছিড়ে গিয়েছে। দেড় শতাধিক ক্রস আর্ম ভাংগা সহ প্রায় ১২০০ মিটার নষ্ট হয়েছে।১০০০ এর বেশি স্থানে গাছ বা গাছের ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে আছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রায় ৫০০ অভিযোগ আমাদের কাছে এসেছে।
সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্পান এর আঘাতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস এর বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।পবিত্র ঈদ-উল-ফিতর এর আগে প্রত্যেক বাড়িতে পূনরায় বিদ্যুৎ লাইন সচল করার টার্গেট নিয়ে পল্লী বিদ্যুৎ এর “দুর্যোগে আলোর গেরিলা” ও তাদের সহযোগী টিম দিন রাত ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে অবশেষে পবিত্র ঈদের পূর্বেই আমরা সকল লাইন চালু করতে সক্ষম হয়েছি।
এই বিদ্যুৎ লাইন সচল করতে যেয়ে মাননীয় সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ মহোদয় সহ প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং সর্বপরি সকল শ্রেণির জনসাধারণ যেভাবে সাহায্য করেছেন তা অভাবনীয়। তাঁদের এমন সহযোগিতার কারণেই এত দ্রুত বিদ্যুৎ লাইন সচল করা সম্ভব হয়েছে। ফলে সংশ্লিষ্ট সকলকে ডুমুরিয়া জোনাল অফিসের পক্ষ থেকে নিরন্তর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এরপরও আমাদের জানার বাহিরে এখনো কোন সম্মানিত গ্রাহক বিদ্যুৎ না পেয়ে থাকলে ফোন নাম্বার সহ বিস্তারিত তথ্য নিম্নে কমেন্ট করে অথবা সংশ্লিষ্ট অফিসে ফোন করে বা এসএমএস এর মাধ্যমে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তাদের বিদ্যুৎ সংযোগ চালু করার ব্যাবস্থা নিব ইনশাআল্লাহ।
ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ আব্দুল মতিন সাহেব সকলের এই প্রচন্ড গরমে বিদ্যুৎ হীন অবস্থায় থেকেও ধৈর্য্য ধারণ করতঃ পল্লী বিদ্যুৎ কে অবিরাম সহযোগিতা করার জন্য সম্মানিত সকল গ্রাহকবৃন্দকে পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please follow and like us: