সাতক্ষীরায় করোনা প্রাদূর্ভাবের কারণে কর্মহীন ১শ’৫৯ জন মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা
সাতক্ষীরায় করোনা প্রদূর্ভাবের কারণে কর্মহীন মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা একদিকে করোনার আতঙ্কে অন্যদিকে ঘুর্ণিঝড় আম্ফান এই দুইয়ের বিপদে আছি। আপনারা যেন করোনার প্রাদূর্ভাবে কষ্ট না পান সেজন্য এই আর্থিক নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা দয়া করে সামাজিক দূরত্ব মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং মহান সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া কামনা করুন। আল্লাহর রহমত ছাড়া আমরা মুক্তি পাবোনা। জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণকে অত্যন্ত ভালবাসেন। তিনি সব সময় করোনা ও ঘুর্ণিঝড় আম্ফান সম্পর্কে খোজ-খবন নিচ্ছেন। তাই জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। করোনা প্রদূর্ভাবের কারণে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১শ’৫৯ জন কর্মহীন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।