সাতক্ষীরায় আম্ফানে প্রস্তুত ১৪৭ সাইক্লোন সেল্টার ও ১ হাজার ৭৯৬ টি আশ্রয় কেন্দ্র
সাতক্ষীরায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান’র প্রভাবে সম্ভাব্য ক্ষয় ক্ষতি মোকাবেলায় জরুরীভাবে এ সভা আহবান করা হয়।
রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেসহ বিভিন্ন সরকারি এবং বে-সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক এসময় বলেন, আগামীকাল সোমবার বিকালের মধ্যে মাঠের সব ধান কেটে ঘরে তুলতে হবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলাজুড়ে মাইকিং করা হবে। উপকূলের বেড়িবাঁধের মধ্যে ঝুকিপূর্ন ৩৭ টি পয়েন্ট সার্বক্ষনিক তদারকি করার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া জেলায় ১৪৭ টি সাইক্লোন সেল্টার ও উপদ্রুত এলাকায় ১ হাজার ৭৯৬ টি শিক্ষা প্রতিষ্টান আছে। সে গুলোকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে। আগামীকাল বিকালের মধ্যে ঝুকিপূর্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় নেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
এছাড়াও ইতোমধ্যে উদ্ধারকারী দল উপকূল এলাকায় পৌঁছে গেছে। তারা এলাকার নারী শিশু ও বয়োবৃদ্ধদের এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করেছে। সামাজিক দুরত্ব বাজায় রেখে উপদ্রুত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পুলিশ, র্যাব, কোষ্টগার্ড, বিজিবি সহায়তা করছে। প্রয়াজনে অন্যবাহিনীর সদস্যদেরও সম্পৃক্ত করা হবে।
প্রসঙ্গত: ঘূর্ণিঝড় আম্ফান ধেয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অ লের দিকে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ফয়জুল হক বাবু, সাতক্ষীরা।