সুন্দরবনে কাঁকড়া ধরা ২০০ আটন জব্দ
বন বিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবনের গহিনে ভারত সীমান্ত সংলগ্ন গাড়াল নদীতে অভিযান চালিয়ে কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত ২০০ আটন, ৫টি নৌকা ও ৫০০ মিটার জাল আটক করেছে।
আজ রোববার ভোরের দিকে অভিযান চালানোর সময় স্মার্ট পেট্রল টিমের উপস্থিতি টের পেয়ে জেলেরা ভারত সীমান্তে পালিয়ে যায়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেরা অনুমতি না নিয়ে গাড়াল নদীতে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল হাসানের নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে ৫লক্ষাধিক টাকা মূল্যের ৫টি নৌকা সহ ২০০ আটন ও ৫শত মিটার জাল জব্দ করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
Please follow and like us: