এশিয়ার বৃহত্তম ঈদের জামাত হবে না এবার
কলকাতার ব্যস্ততম রাজপথ ‘রেড রোড’ প্রতি ঈদে পরিণত হয় এশিয়ার বৃহত্তম ঈদগাহে। পশ্চিমবঙ্গের লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেন সেখানে। তবে করোনাভাইরাসের জেরে রাস্তাটিতে ঈদের নামাজ এবার হবে না।
পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড ও খিলাফত কমিটি এ তথ্য জানিয়েছে। শুধু রেড রোড-ই নয়, রাজ্যের কোনো মসজিদ বা ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করা যাবে না বলে জানা গেছে।
রেড রোডের ওই জামাতে প্রায় ৩/৪ লাখ মানুষ অংশ নিতো। খিলাফত কমিটির চেয়ারম্যান শাকির রেনডারিয়ান জানিয়েছেন, রেড রোডে ঈদের নামাজ হবে কি-না তা নিয়ে আমরা অনলাইনে আলোচনা করেছি। সকলেই একমত হয়েছেন যে, নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ওয়াকফ বোর্ড জানায়, এবার মসজিদ বা ঈদগায় ঈদের নামাজ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোনো মসজিদেই ঈদের নামাজে সাধারণের অংশগ্রহণ থাকবে না।
কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া ব্যস্ততম রাজপথই হলো ‘রেড রোড’। এখানেই সবচেয়ে বড় ঈদের জামাত হয়। রেড রোড বাদেও কলিন স্ট্রিট, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদসহ কলকাতার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।