দেবহাটায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ পুলিশের
দেবহাটায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং কেনাকাটার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করছেন দেবহাটা থানা পুলিশ।আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস সংক্রমনের তীব্র ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নির্দেশনায় এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর তত্বাবধানে বুধবার সকাল থেকে উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড়, সখিপুর বাজার, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করে মাইকিং করেন পুলিশ সদস্যরা।
এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার এসআই মো. আবু হানিফ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইউপি সদস্য মোকলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মাইকিংকালে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সকল ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনাসহ কেনাকাটার নির্দেশণা দেন পুলিশ সদস্যরা।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাম্প্রতিক সময়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে হাটবাজার, শপিংমল ও সব ধরনের দোকানপাটে কেনাকাটার জন্য মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। একইসাথে মহামারী করোনা ভাইরাসের সংক্রমন তীব্র আকারে ছড়িয়ে পড়ার আশংকাও বাড়ছে। তাই করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং কেনাকাটা করার জন্য সকল ব্যবসায়ী ও ক্রেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। যেসকল ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা হবেনা, সেগুলো প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে বলেও জানান ওসি।