ডুমুরিয়া জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি
ডুমুরিয়া কালবৈশাখী ঝড়ে বৃহস্পতিবার রাতে খুলনা পবিস ডুমুরিয়া জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ অফিসের ডি জি এম থেকে শুরু করে লাইনম্যানসহ সবাইকে রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে ৮৫ হাজার গ্রাহক কে সেবা করে যাচ্ছে।
কুইক রেসপন্স টিম তার ছেড়া ২২ স্পষ্ট পুনরুদ্ধারে কাজ করে চলেছে পল্লী বিদ্যুৎ এর রেসপন্সটিম । বিভিন্ন স্পটে খুটি ভেংগেছে ৭ টি এবং ট্রান্সফরমার নস্ট হয়েছে ১১টি।
১০০ স্পটেরও বেশি তারের উপরে গাছ বা গাছের ডাল পড়েছে। ফিউজ কাটা, সার্ভিস তার ছেড়ার অভিযোগঅনেক পাওয়া গেছে । দুর্যোগে আলোর গেরিলাখুটি হেলে পড়েছে ৯টি। এছাড়া আরো ক্ষয়-ক্ষতির সম্ভবনা রয়েছে ।
ডুমুরিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর তান্ডবে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের তান্ডবে ডুমুরিয়ার ক্ষতি গ্রস্থ বৈদ্যুতিক লাইন প্রতিস্থাপন কাজ চলছে। পল্লী বিদ্যুৎ এর কুইক রেসপন্স টিম “দুর্যোগে আলোর গেরিলা” টিম তাৎক্ষনিক ভাবে গাছপালা অপসারন করে দ্রুতভাবে ফিডার চালু করা হচ্ছে। যে সমস্ত এলাকায় বৈদ্যতিক খুটি ভেঙ্গেছে সে সব এলাকায় দ্রুত কাজ চলছে এবং কাজ সম্পন্ন হলেই ফিডার চালু করা হবে।
কাল বৈশাখী ঝড়ের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে যেসব এলাকায় ডুমুরিয়া,কোমলপুর,গুটুদিয়া, কোমলপুর,মাদার তলা, বারুইকাঠি, শোভনা, মালতিয়া,চুকনগর,নরনিয়া,বিভিন্ন স্হানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ।
কাল বৈশাখী ঝড়ে বারুইকাটি শিরিস গাছের গোরা নরম হয়ে ৩ ফেজ লাইনের উপর পরে ফিডার বন্ধ হয়ে যায়, এ সময় পল্লী বিদ্যুৎ এর কুইক রেসপন্স টিম “দুর্যোগে আলোর গেরিলা” টিম নং ১৮ দ্বারা তাৎক্ষনিক ভাবে শিরিস গাছ অপসারন করে ফিডার চালু করতে সক্ষম হয়।
Please follow and like us: