চেয়ারম্যান ডালিমের বাড়ি ভাংচুর মামলা ও তার ভাইকে মারপিট মামলার আসামী গ্রেফতার
আশাশুনির খাজরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম বাড়ি ভাংচুর মামলাসহ তার ভাই টগরকে মারপিট মামলার আসামী জামাল মোল্যা(৩০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি গদাইপুর থেকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম রব্বানী মোল্যা।
সাতক্ষীরা ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১০ এপ্রিল শুক্রবার সকালে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের ভাই টগর মাছ বিক্রয়ের জন্য গদাইপুর মৎস্য সেটে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একাধিক মামলার আসামী গদাইপুর গ্রামের সবুজ মোল্যার নেতৃত্বে মোমিন, মফিজুল, আছাদুল, মজিদ মোল্যাসহ ৮/১০জন সংঘবদ্ধ হয়ে হাতুড়ি ও রামদা দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে টগরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এদিকে, টগর গুরুতর আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ একত্রিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে সরবত ও রব্বানীসহ কমপক্ষে ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সরবত মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার ভোর রাতে মারা যান। এদিকে, সরবতের মৃত্যুর খবরে জানার পর তার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে চেয়ারম্যান ডালিমের বাড়িসহ ৫টি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকারসহ আশেপাশের কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর পরে তার ভাই ওবায়দুল্লাহ ডাবলু বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন।