পাটকেলঘাটায় ব্রি হাইব্রিড ধান ৫ জাতের রেকর্ড ফলনে কৃষক উৎফুল্ল
পাটকেলঘাটায় ব্রি হাইব্রিড ধান ৫ জাতের রেকর্ড পরিমাণ ফলনে কৃষকদের মনে আশার সঞ্চার হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সকাল দশটায় পাটকেলঘাটা থানার শাকহদ গ্রামের কৃষক শহীদুল ইসলামের জমিতে এ ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর সহযোগিতায় পাটকেলঘাটা উসী সীডস থেকে বীজ সংগ্রহ করে ২৫ শতাংশ জমিতে তিনি ধান রোপণ করেন। এ ধানে চিটা ও রোগবালাই হওয়ায় কম খরচে অধিক ফলন পেয়েছি।
ফসল কর্তন কালে দেখা গেছে, এ জাতের ধানে হেক্টর প্রতি ফলন ১০.৫০ মেট্রিক টন, যা বিঘা প্রতি ৩৫ মণ। এটা দেশের ধানের সর্বোচ্চ ফলন। ফসল কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ জসিম উদ্দীন, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট, বিনেরপোতা কেন্দ্র এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ ইব্রাহিম সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকার,
তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সাতক্ষীরা এর উপপরিচালক মোঃ বছির উদ্দীন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সাতক্ষীরা সদর উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেব, উসী সীডস এর সত্তাধিকারী কৃষিবিদ উত্তম কুমার মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবু জাফর, উপ সহকারী কৃষি কর্মকর্তা দিলিপ কুমার ঘোষ প্রমুখ।
বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট, বিনেরপোতা কেন্দ্র এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ ইব্রাহিম বলেন, সাতক্ষীরা জেলায় এ প্রথম কৃষক পর্যায়ে ব্রি হাইব্রিড ধান ৫ চাষ করা হয়। এ ধান চাষে অনেক সফলতা পেয়েছে কৃষক। এ ধানে অধিক ফলন হওয়ার কারণে কৃষক এই হাইব্রিড ধান চাষে আগামীতে বেশ মনোযোগী হবে বলে আমার বিশ্বাস। আগামী দিনে বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এ জাতের ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।