তালার সরুলিয়া ইউনিয়ন যুবলীগ কমিটি নিয়ে বিভ্রাট সৃষ্টি থানায় জিডি
তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে বিভ্রাট সৃষ্টি হয়েছে । এ নিয়ে যুবলীগের একাধিক নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন যাবত । সোমবার(৪মে) সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সাংগনিক সম্পাদক মারুফ হোসেন এ নিয়ে পাটকেলঘাটা একটি সাধারন ডায়েরী করে। যুবলীগ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন (টিটু) জানান,বেশকিছু দিন যাবৎ সরুলিয়া এলাকার জনৈক রোকনজ্জামান মামুন “সরুলিয়া ইউনিয়ন যুবলীগ” নামে সামজিক যোগাযোগ মাধ্যমে একটি আইডি খোলেন। এর পর উক্ত আইডিতে তালা উপজেলার যুবলীগের সাধারন সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মীর ছবি পোষ্ট করে এক বিভ্রান্ত সৃষ্টি করে আসছে যা দলীয় নিয়ম বর্হিভুত। তিনি আরও জানান, রোকনজ্জামান মামুন সরুলিয়া ইউনিয়ন যুবলীগের একজন সদস্য পদেও নেই। সে নিজেকে কিভাবে যুবলীগ কর্মী দ্বাবী করে। তার এই আইডি খোলার কারনে এলাকায় যুবলীগের ভাব মূর্তি নষ্ট হচ্ছে।এ বিষয় নিয়ে তাকে বার বার বললেও সে কথায় কোন কর্নপাত না করেই তার প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাই আজ বাধ্য হয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরি করেছি। সাধারন ডায়েরী নং-১২২।
বিষয়টি নিয়ে তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান, সরুলিয়া ইউনিয়নে দেলোয়ার আর মারুফ হোসেনকে বাদ দিয়ে নতুন কোন কমিটি দেওয়া হয়নি। কেউ যদি নিজেকে যুবলীগের নেতা দাবী করে সেটা দলীয় গঠনতন্ত্র বর্হিভুত। তারপরও যদি কেউ এ ধরনের কেউ অপরাধ করে সে অবশ্যই সে শাস্থি পাওয়ার যোগ্য।
Please follow and like us: