কুলিয়া আশু মার্কেট অভিমুখে বৃষ্টির পানি জমে চরম জনদূর্ভোগ
দেবহাটার কুলিয়া আশু মার্কেট অভিমুখে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনায় ড্রেনেজ ও নিষ্কাশন ব্যবস্থা অকেজো থাকায় সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে তীব্র জনদূর্ভোগ পোঁহাতে হচ্ছে স্থানীয়দের। আর এজন্য কুলিয়া আশু মার্কেটের মালিক আশরাফ হোসেন আশু’র অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন এলাকাবাসী।
তারা জানান, বিগত সময়ে ওই এলাকার বৃষ্টির পানি ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পাশ্ববর্তী লাবণ্যবর্তী খালে নিষ্কাশিত হতো। কিন্তু আশরাফ হোসেন আশু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই তার মালিকানাধীন আশু মার্কেট নির্মান করেন। ফলে পুরোপুরি অকেজো হয়ে পড়ে ওই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। বিগত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টি হলেই আশু মার্কেটের ঠিক সামনেই সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের অর্ধেক জুড়ে হাটু পানি জমে কর্দমাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে করে মহাসড়কটিতে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটার পাশাপাশি তীব্র দূর্ভোগে পড়তে হয় পথচারী, যাত্রীসহ সর্বসাধারণকে।
জনদূর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা চালুসহ পানি নিষ্কাশনের পরিবেশ সৃষ্টির জন্য একাধিকবার আশু মার্কেটের মালিক আশরাফ হোসেন আশুকে বলা হলেও, তিনি কোন কিছুতেই কর্ণপাত করেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই জনদূর্ভোগ থেকে রেহাই পেতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।