আশাশুনিতে বিষমুক্ত সবজীসহ ভ্রাম্যমান বাজার চালু
আশাশুনি উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে মানুষদের বাজারে গমন নিরুৎসাহিত করতে বিষমুক্ত সবজীসহ নিত্যা প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি সদর ও শুক্রবার শ্রীউলা ইউনিয়নে ভ্রাম্যমান বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে বিষমুক্ত সবজি ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভ্রাম্যমান বাজারের মালামাল ভ্যানযোগে বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার আশাশুনি সদর ইউনিয়নে বাজার কার্যক্রমের উদ্বোধন করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নির্দেশনায় আশাশুনি উপজেলা যুবলীগের উদ্যোগে একাধিক ইউনিয়নে ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে থানার সামনে ভ্রাম্যমান বাজারের শুভ উদ্বোধন করেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, থানা ওসি (তদন্ত), এস আই হাসানুজ্জামান, এস আই মানুন, এস আই বিল্লাল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, যুবলীগ নেতা সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ দোওয়া পরিচালনা করেন, থানা মসজিদের পেশ ঈমাম ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক বাকী বিল্লাহ।