আনুলিয়ায় মৎস্যসেট ও বাজার কেন্দ্রিক ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া মৎস্য সেট ও বাজারকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সেটের সামনের সড়কে কাটা ও সেট মালিক ও ব্যবসায়ীদের অংশ গ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে মৎস্য সেট মালিক আলহাজ¦ আঃ হাকিম, সেট সভাপতি রুহুল আমিন গাজী, বাজার কমিটির সভাপতি এটিএম, কাটা মালিক পলাশ, ডাঃ খায়রুল, মোমিন, কবির হোসনে, মুকুল, ব্যবসায়ী জাহাঙ্গীর, জিয়াদ, পিচির উদ্দিন, জিয়া প্রমুখ বলেন, কাকাবাসিয়া মৎস্য সেট ও কাঁচা বাজার এলাকার বৃহত্তর ও খুবই প্রয়োজনীয় একটি বাজার। এখানে প্রতিদিন সকালে ঘের মালিক, মাছ ব্যবসায়ী, নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রেতা-বিক্রেতাদের সমাগম হয়ে থাকে। করোনা ভাইরাস শুরুর পর সরকারি নির্দেশনা মোতাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের পরামর্শে কাঁচা বাজার স্কুল চত্বরে নেওয়া হয়েছে। মৎস্য সেটের ছাদে ১০টি কাটা, ভিতরে ১০টি কাটা ও উত্তর পাশে বাইরে ১০টি কাটা স্থানান্তর করে সুন্দর ভাবে বাজার ও সেট পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও অহেতুক কেউ বাজারে অবস্থান না করে, বন্ধ ঘোষিত ও নির্দিষ্ট সময়ের পরে দোকান পাট খুলতে না পারে এসব নিয়মিত তদারকি ও আইন শৃংখলা বজায় রাখার জন্য একটি কমিটি গঠন করে দেন চেয়ারম্যান সাহেব। কমিটির দায়িত্বে থাকা এটিএম, হিটলার, হামজা, আনারুলসহ সুন্দরবন যুব সংঘের সদস্যরা সুচারু ভাবে সেই দায়িত্ব পালন করছেন। বিধায় বাজারটিতে সামাজিক দূরত্ব রক্ষাসহ সার্বিক অবস্থা সরকারি নির্দেশনার অনুকুলে রয়েছে। এতে কিছু স্বার্থান্বেষী ও প্রতিহিংসা পরায়ন ব্যক্তি বাজার ও সেট বন্ধ করার ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রেরই অংশ হিসাবে তারা দু’জন সাংবাদিককে এনেছিল। সেট সভাপতির কাছে ৪০০০ টাকা দাবি করে এবং বিকাশ নাম্বার দিয়ে যায় (০১৭৩৫৯৯৯৩৫)। টাকা না দেওয়ায় সেট মালিক, কাটা মালিক, ব্যবসায়ী ও বাজারে সরকারি নির্দেশনা অটুট রাখার দায়িত্বে থাকাদের বিরুদ্ধে মিথ্যা, অমুলক ও সম্মানহানিকর খবর পত্রিকায় ও ফেসবুকে প্রচার করিয়েছে। ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় ও লাঠিয়াল বাহিনী হিসাবে চিত্রায়িত করে যে সব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা দাবী করে তারা বলেন, চেয়ারম্যান লিটন সাহেবের ইউনিয়নে চাঁদাবাজী, লাঠিয়াল বাহিনীর অত্যাচারের কথা স্বপ্নেও ঘটতে পারেনা। যিনি (চেয়ারম্যান) বাজার, সেটসহ জনগণের কল্যাণে সর্বদা স্বচেষ্ট ও নিবেদিত। তারা ষড়যন্ত্রকারী ও মিথ্যা প্রচারনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।