কলারোয়ায় ঢাকা থেকে আসা এক ব্যক্তির বাড়ীতে লাল ফ্লাগ টাঙিয়ে দিলো পুলিশ
হোম কোয়ারেন্টাইন নিয়ে দুই পক্ষের দুই মত পোষনে ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে আসা কলারোয়াের জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ গাজী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসেন ইউসুফ গাজী (৫০)। এলাকার মানুষের চাপে বাড়িতে আসতে না পারায় শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী সাগরদাঁড়ি ইউনিয়নে আশ্রয় নেন। সেখানেও লোক জানাজানি হওয়ায় সেখানেও থাকতে পারেনি। গতকাল নিজ বাড়িতে আসায় জয়নগর চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু লোক মারফত জানতে পারায় তিনি বিষয়টি সমাধান দেন যে, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকবেন ১৪ দিন ইউসুফ গাজী। সেটি নিয়ে বিপত্তি বাধে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সাথে। তাপস কুমার পাল সহ বাজারের লোকজন বলছেন যে, বাড়িতে থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। ফলে এই বিষয়টি নিয়ে চলছে বাক বিতন্ডা।
অবশেষে সমাধান দিলেন সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু। সরসকাটি ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু জানান, বাড়িতে লাল ফ্লাগ টাঙিয়ে দেয়া হয়েছে। তাকে বাড়িতে থাকার জন্য বলা হয়েছে। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।