আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে করোনার কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণঘাতী করোনা ভাইরাস’র কারণে অসহায়, দরিদ্র, দূস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের এ.কে ট্রাভেলস্ পরিবহন কাউন্টারের সামনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর সভাপতি মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর সাধারণ সম্পাদক তাহমিদ সাহেদ চয়ন, আলমগীর, সাহেব, মুন্না, নিত্য, আশা, জুয়েল, জহুরুল কবির, সিরাজ উদ দৌলা প্রমুখ। এসময় প্রাণঘাতী করোনা ভাইরাস’র কারণে অসহায়, দরিদ্র, দূস্থ ও খেটে খাওয়া ১শ’২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইতিপূর্বেও পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। মহামারী করোনা ভাইরাস এর কারণে কর্মহীন ও অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করায় সাতক্ষীরার সচেতন মহল পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছে। সরকারের পাশা পাশি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর মত বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে সচেতন মহল। এসময় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)