ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
করোনা ভাইরাসের community transmission রোধে চলমান মোবাইল কোর্ট। ডুমুরিয়া বাজারের হাসেম আলী পাইকারী আড়ত ব্যবসায়ী সমিতিকে সরকারি আদেশ অমান্য, সামাজিক দূরত্ব না মানা এবং অযৌক্তিক জনসমাগম ঘটানোর দায়ে দণ্ডবিধি’১৮৬০ এর ১৮৮,২৬৯ ধারায় ১০০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে অন্য ৪ টি মামলায় ৩৫০০/- অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়া ভেজাল কীটনাশক সরবরাহের অপরাধে আঠারো মাইল বাজারের একজন সরবরাহকারীকে ৫০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, শোলগাতিয়া, আঠারো মাইল অভিযান পরিচালিত হয়।
Please follow and like us: