ফের বাবা হচ্ছেন আশরাফুল
মহামারি করোনাভাইরাসের কারণে থেমে আছে জনজীবন। চারদিকে শুধুই দুঃসংবাদ। এরইমধ্যে সুখরব দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, আগামী মাসের শেষ সপ্তাহে আসবে নতুন অতিথি।
সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, সবাই দোয়া করবেন। সামনের মাসের শেষ সপ্তাহে তারিখ নির্ধারণ করে দেয়া হেয়েছে। মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে, সেই দোয়া করবেন।
প্রিয়তমা তাসলিমা আনিশার অর্চির সঙ্গে ২০১৫ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন আশরাফুল। পরের বছরই তাদের ঘর আলো করে আগমন ঘটে প্রথম সন্তান আরিবা তাসনিম আশরাফুলের।
Please follow and like us: