প্রতাপনগরে সাতক্ষীরা জেলা সমিতির ত্রাণ বিতরণ
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি এবং প্রতাপনর ইউপি চেয়ারম্যান আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন সমিতির পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক ব্যক্তিকে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, আলু, লবণ ও চিড়া প্রদান করা হয়। এসময় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কোহিনূর ইসলাম বাবু, আনসার আলী ও লিপিকা পারভীন উপস্থিত ছিলেন।
Please follow and like us: