কিম জং উনের জন্য মেডিকেল টিম পাঠিয়েছে চীন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় কিমের শারীরিক অবস্থা নির্ধারণ করতে দেশটিতে একটি মেডিকেল টিম পাঠিয়েছে চীন।
এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার নেতার শারীরিক অবস্থা নিয়ে যেসব খবর প্রকাশ পাচ্ছে সেগুলোর ওপর অব্যাহতভাবে নজর রেখে চলেছে যুক্তরাষ্ট্র।
কিম জং উন মারা গেছেন এমন কোনো তথ্য সরকারিভাবে নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, ঐতিহাসিক আদর্শে এখনো উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রস্তুত।
এদিকে, হংকং স্যাটেলাইট টেলিভিশন কিমের মৃত্যুর খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে সেটি নিশ্চিত করা হয়নি। গত ১১ এপ্রিল দলের পলিটব্যুরোর এক মিটিংয়ে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় কিমকে ।
এর আগে গত ১৫ এপ্রিল দেশের প্রতিষ্ঠাতা ও তার দাদা কিম ইল সুংয়ের জন্মদিনে অনুপস্থিত ছিলেন কিম জং উন। এরপর থেকেই তাকে ঘিরে নানা ধরণের কথা ছড়িয়ে পড়ে।
সূত্র- রয়টার্স