আশাশুনিতে দুই চোরাই গরুসহ তিন চোর আটক
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দুই চোরাই গরুসহ ৩ চোর আটক হয়েছে। শুক্রবার দিবাগত ভোর রাতে বামনডাঙ্গা কালভার্টের সন্নিকট থেকে গরু চুরি পর পালানোর সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
গোয়ালডাঙ্গা গ্রামের হামিদ মোড়লের জামাই উজ্জল গাজী (৩৮), মৃত দাউদ সরদারের পুত্র শফিকুল সরদার (৪০), ফকরাবাদ গ্রামের মৃত এশার গাজীর পুত্র গফফার গাজী (৫০), গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ গাজীর পুত্র আবু হোসেন (৩৫) ও মৃত ইসমাইল মোড়লের পুত্র সিরাজুল মোড়ল ঘটনস্থান থেকে শুক্রবার দিবাগত রাত্র ২টার দিকে দু’টি গরু চুরি করে। এরপর ফকরাবাদ গ্রামের মৃত এশার গাজীর পুত্র গফফার গাজীর ভ্যানে উঠিয়ে পালানোর সময় উজ্জল, শফিকুল ও গফফার জনতার হাতে ধরা পড়ে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় স্থানীয়রা তাদেরকে গণপিটুনি দেয়। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার নেতৃত্ব আটককৃতদের থানায় পাঠানো হয়েছে। উল্লেখ্য গত কয়েক বছর ধরে এলাকায় শত শত গরু চুরি হয়েছে।