সাতক্ষীরায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা

সাতক্ষীরায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা ও ভাড়াশিমলায় পৃথক দুটি স্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা দুই দরিদ্র কৃষকের ৬ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

এ সময় ধান কাটায় অংশ নেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নূর আহম্মেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার নেতৃত্ব ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীরা।

অপরদিকে, একই উপজেলার ভাড়াশিমলায় ধান কাটায় অংশ নেন, জেলা যুবলীগ আহবায়ক আব্দুল মান্নান ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নাইমের নেতৃত্বে যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মীরা।

ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের আহবানে তারা করোনায় ক্ষতিগ্রস্থ যে সকল কৃষক শ্রমিক পাচ্ছেন তাদেরকে তারা এই ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দিচ্ছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)