ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নে চাউল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বহিস্কার ও ত্রানের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ মিছিল
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে চাউল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রতাপ কুমার রায়ের বিরূদ্ধে ত্রান বিতরণে অনিয়ম , চাউল চুরির অভিযোগ এবং ত্রানের দাবিতে বিক্ষোভ ও বিহিস্কারের দাবি করেছে।
বৃহস্পতিবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ কুমার রায়ের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে আসেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।
গত ১৬ এপ্রিল আটলিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কুলসুম বেগম পারুল একটি লিখিত অভিযোগ দায়ের করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম বরাবর। অভিযোগ পত্রের সাথে ৩২ জন ভুক্তভোগীর চাল কম দেয়া হয়েছে এই মর্মে গণসাক্ষরের একটি সংযুক্ত কপি সংযুক্ত করা হয়।
সেই পরিপেক্ষীতে বৃহস্পতিবার আটলিয়া ইউনিয়ন পরিষদে তদন্তে আসেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ এলাকাবাসি আস্তে আস্তে জড়ো হয় ইউনিয়ন পরিষদ চত্বরে। এসময় এলাকাবাসি আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ কুমার রায়ের বহিস্কার সহ ত্রানের জন্য বিক্ষোভ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ কুমার রায় গত ১৬ এপ্রিল লকডাউনে ঘর বন্দি থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণকালে জন প্রতি ১০কেজি চাউলের পরিবর্তে প্রত্যেককে ২/৩ কেজি করে চাউল কম দেওয়া হয়।
বিষয়টি সঠিক ভাবে তদন্ত পূর্বক চেয়ারম্যানের বিরুদ্দে হস্তক্ষেপ কামনা করছে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সচেতন মহল।