কলারোয়ার গয়ড়া কাঁচা বাজার ফের পূর্বের স্থানে বহাল; জনমনে প্রশ্ন
কলারোয়ার স্থানান্তরিত গয়ড়া কাঁচা বাজার ফের পূর্বের স্থানে বহাল করা হয়েছে। কারা, কার নির্দেশে এই কাঁচা বাজার পুনর্বহাল করলো, তার তেমন উত্তর মেলেনি। একদিনের ব্যবধানে রোববার রাতারাতি পরিবর্তন করা হলো কলারোয়ার গড়য়া বাজারের কাঁচা বাজার।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি’র সাথে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার কলেজ মাঠে স্থানান্তর করা হয়। পরে জানতে পারলাম, আবহাওয়া দুূর্যোগপূর্ণ হতে পারে, এমন আশঙ্কায় ব্যবসায়ীরা কখন স্থান বদল করে চলে গেছে সে বিষয়টি আমার জানা নেই। তবে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা অব্যাহত আছে। যদিও বাজার পূর্বের স্থানে চলে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশনায় গত ১৭এপ্রিল (শুক্রবার) গয়ড়া বাজারের কাঁচা বাজার চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে স্থানান্তর করা হয়। হঠাৎ করে ১৯ এপ্রিল (রোববার) আবারও সেই গয়ড়া বাজারের নির্দিষ্ট স্থানে বসানো হয়েছে কাঁচা বাজার। সংকীর্ণ পরিসরের এই বাজারে গায়ে গা ঘেঁষে অবস্থান করে মানুষের বাজার করতে হচ্ছে। সরেজমিনে রোববার সকালে বাজার ঘুরে দেখা যায়, অনেক ক্রেতা পাশাপাশি অবস্থান করে কেনাকাটা করছেন। ফলে মানুষের মধ্যে আতংক ও উদ্বেগ বিরাজ করছে।
Please follow and like us: