আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত দুই
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে ২ জনকে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
থানায় দায়েরকৃত লিখিত এজাহার ও স্বাক্ষীরা জানান, আরার গ্রামের হাফিজুদ্দীন মালীর পুত্র আহসান হাবিব শান্টু, ফজলু সরদারের পুত্র সোহাগ, আঃ রাজ্জাকের পুত্র জামসেদ, মৃত আনছার মালীর পুত্র আশরাফ উদ্দিন গোপাল, মুত কওছার সরদারের পুত্র হাসেম, পিতা অজ্ঞাত লিটন, মতিয়ার সরদারের পুত্র আছাদুল, হাসানের পুত্র মিলন ১২ এপ্রিল বেলা ১১ টার দিকে ১ম দফায় অজিত দাশের পুত্র গৌতমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং তাকে ঠেকাতে গেলে সঞ্জয় দাশকেও মারপিট করে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ১৬ এপ্রিল সকাল ৮ টার দিকে তারা দ্বিতীয় দফায় আবারও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে গিয়ে সঞ্জয় দাশের কাছে দাবীকৃত চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে হত্যার চেষ্টা ও তাকে উঠিয়ে নিয়ে স্কুল বাজারে তাদের অফিস কক্ষে নিয়ে লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। এবং শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা হয়। স্বাক্ষীরা তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তির পর রেফার করা হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।
এব্যাপারে উত্তম দাশ বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এসআই মামুন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।